শিক্ষার্থীদেরকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে :অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান শিক্ষার্থীদেরকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে : অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন।
আজ ২০ অক্টোবর ২০২৪ হঠাৎ নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করতে আসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ ও প্রো-ভিসি প্রফেসর লুৎফর রহমান। এ উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে তাৎক্ষণিকভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান শিক্ষার্থীদেরকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে পড়ালেখায় অধিক মনোযোগী হতে হবে।
নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ, কলেজের সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক এম, এ আজিজ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।