সিলেটপোস্ট ডেস্ক::কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম এনায়েত হাসান মানিক এর রুহের মাগফিরাত কামনায় পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব সিলেট ও মরহুমের পরিবারের পক্ষ থেকে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) বাদ আসর হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে পরলোকগত এনায়েত হাসান মানিকের পরকালীন জীবনে পরম করুণাময়ের রহমত ও আখেরে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করার জন্য মহান আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, পোয়েটসপিডিয়া বাংলা রাইটার্স ক্লাব এর অন্যতম উপদেষ্টা কবি বাবুল আহমদ, হাফিজ আব্দুস সালাম, রিপন মিয়া, কবি ও সংগঠক ক্বারী শরীফ আহমদ, আব্দুল লতিফ, জসিম হাসান রাফি, সুজাত মিয়া, জামিল আহমেদ, বিলাল মিয়া, সেবুল মিয়া, সবুজ আহমেদ, ইসমাইল হোসেন প্রমুখ।