জৈন্তাপুর কচু ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪, ১১:৫০ অপরাহ্ণমীর শোয়েব, জৈন্তাপুর প্রতিনিধি::জৈন্তাপুর সাইট্রাস গবেষনা সেন্টারে কচু ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর-২০২৪ খ্রি: শনিবার জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো : লুৎফুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্র গাজীপুরের পরিচালক ড. মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা ও মূল্যায়ন গাজীপুরে পরিচালক ড. মো. আবু হেনা সারোয়ার জাহান। অনুষ্ঠান জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা ফয়সল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা দেশের প্রান্তিক অঞ্চলের চাষীদের কচু ফসলের উন্নত জাত ও উৎপাদন কাজে এগিয়ে আসার আহবান জানান।