সিলেটপোস্ট ডেস্ক::স্মাইল লার্নিং সেন্টারে সমাপনী সনদপত্র বিতরনী ও নতুন কোর্স শুরু করা হয়েছে। কম্পিউটার কোর্স, ইংরেজি বেসিক কোর্স ও সেলাই প্রশিক্ষণের ৫ম ও ৬ষ্ট ব্যাচের সনদ বিতরণ সম্পন্ন ও নতুন সদস্যদের পরিচিত অনুষ্ঠান বুধবার ৩০শে অক্টোবর বিকাল ৩টার সময় স্মাইল লার্নিং সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইনচার্জ সজল মালাকার এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রশিক্ষক জামিল আহমদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আব্দুল হাছিব।
এ সময় আব্দুল হাছিব বলেন, সমাজের উন্নয়নে স্মাইল লার্নিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইংরেজি শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, শিশু নার্সারি শিক্ষা, লাইব্রেরিসহ বিভিন্নভাবে শিক্ষা ক্ষেত্রে অবদানের পাশাপাশি বন্যা, শিলাবৃষ্টি, করোনা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে মানুষের পাশে সহযোগিতার হাত প্রসারিত করছে স্মাইল লার্নিং সেন্টার। তাদের ৫০জনের উপরে প্রশিক্ষিত ভলান্টিয়ার রযেছে। নগরীর অবহেলিত ৪০নং ওয়ার্ডসহ অত্র এলাকার সমাজের উন্নয়নে স্মাইল লার্নিং সেন্টার আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। আজ যারা প্রশিক্ষিত হয়ে সনদ গ্রহন করলেন তারা সেই জ্ঞান সমাজের কাজে লাগাবেন পাশাপাশি যারা নতুন তাদের জন্য শুভ কামনা রইলো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মাইল লার্নিং সেন্টরের স্বেচ্ছাসেবী ইমদাদুল হক ইমন ও ইফতেখার আহমদ তমন। অনুষ্ঠানের শুরুতে ইংলিশ ব্যাচের শিক্ষার্থী সাজু আহমেদ ও কম্পিউটার ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান আনিশা স্বাগত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সেলাই প্রশিক্ষক সাবিহা বেগম, শিক্ষিকা উর্মি গোস্বামী। সেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন মারুফুর রহমান মারুফ, আনহার আহমেদ, রায়হান আহমেদ, মাহমুদুল হাসান, রুহেনা আক্তার রুকশানা, বুশরা আক্তার, সাজেদা আক্তার, সুয়েব আহমদ, সোহানুর রহমান সোহাগ, তাওহিদুল ইসলাম আলফি, সাহির হোসেন শাহিন, রাহি আহমদ প্রমুখ।