সিলেটপোস্ট ডেস্ক::সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া যুব সমাজের আয়োজনে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঘাসিটুলা খেয়াঘাটের পূর্ব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের শুরুর পূর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য মোঃ রুকনুরুজ্জামানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট ছাইদুর রহমান জিবেব। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। ফলে আত্মবিশ্বাস বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি সুপার মাকের্েটের ব্যবসায়ী মোঃ ফঠিক মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগি সমাজ সেবক হাজী মোহাম্মদ সুয়েল আহমদ, সমাজ সেবক সেলিম আহমদ সেলিম, সবুজ সেনা যুব সংঘের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাদশাহ, তরুণ সমাজ কর্মী কুঠিল আহমদ, নজরুল ইসলাম, লালদিঘীর পারের ব্যবসায়ী মোঃ সাব্বির আহমদ, সিলেট সিটি সুপার মার্কেটের সাধারন সম্পাদক রজব আহমদ, ব্যবসায়ী মোঃ ফরহাদ আহমদ।
খেলায় নট আউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনীর প্রথম ম্যাচে অংশগ্রহণ করে, আদর্শ স্পোর্টিং ক্লাব বনাম বন্ধু মহল স্পোর্টিং ক্লাব মোল্লাপাড়া। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন মামুন আহমদ, রমজান আহমেদ ও জামাল আহমদ।
উদ্বোধনী ম্যাচে প্রথম রাউন্ডের প্রথম দিনেই মোট ১৮ টিম অংশগ্রহণ করে। মিনি ফুটবল নাইট টুর্নামেন্টের কমিটির সার্বিক দায়িত্বে আছেন, রাহিম আহমদ, নাঈম আহমদ, ফাহিম আহমদ, তামিম আহমদ, মারুফ, ইফতি, জাবের আহমদ, জাকুয়ান আহমদ ও তাওহীদ।
উল্লেখ্য মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ২৪ টি দল নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৮টি দল প্রথম রাউন্ডের খেলা শেষ করেছে এবং বাকি দলগুলোর পরবর্তী ম্যাচের খেলা আগামী শুক্রবার একই মাঠে অনুষ্টিত হবে।