সিলেটপোস্ট ডেস্ক::জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্য গ্রন্থটি ১৯২৪ সালে বৃটিশ সরকার নিষিদ্ধ করণ করে। এই কাব্য গ্রন্থে আশু প্রয়াণ গীতি, জগরণী, ঝোড়ো গান, দুঃশাসনের রক্ত-পান, পূর্ণ অভিনন্দন, কারার ঐ লৌহ কপাট, মিলন গান, মোহন্তের মোহ-অন্তের গান, ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সংগীত, শহিদি ঈদ ও সুপার (জেলের) বন্দনা সহ মোট ১১ কবিতা স্থান পায় তার মধ্যে ‘কারার ঐ লৌহ কপাট ‘কবিতাটি বিশেষ ভুমিকা রাখে। এই কবিতা এক সময় গানে রুপ নেয়। গানটি তৎকালীন ব্রিটিশ সরকার বিরোধী বিপ্লবীদের জন্য একটি উদ্দীপনামূলক গান ছিল। এই গ্রন্থটি নিষিদ্ধ করণের শতবর্ষের উদযাপনের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।
শনিবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় চৌখিদেখী নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজে।
বিমল করের সভাপতিত্বে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র স্কুলের নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র স্কুলের শিক্ষক সৈয়দ ইমতিয়াজুল রহমান। ভাঙার গান কাব্য গ্রন্থ থেকে আবৃত্তি করেন জারিন তাবাসসুম, মোক্তাদিন আল মাহিয়ান প্রমুখ। প্রধান অতিথি শিশির সরকার বলেন, এই কালজয়ী গান আরও শতবছর মানুষের প্রেরণা যোগাবে যা বাংলাভাষীর হৃদয়ে লালন হোক বিপ্লবী তারুণ্যের।