সিলেটপোস্ট ডেস্ক::২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ২৫০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করেছে সিটি ফাউন্ডেশন, সিলেট। শনিবার বিকাল ৩টায় সিটি মডেল স্কুলের ২নং ক্যাম্পাস নোয়াপাড়া এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসকল মেধাবীরাই আত্মপ্রত্যয়ে গড়ে তোলবে আগামীর সম্ভাবনার বাংলাদেশ বলে মনে করে উক্ত সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারী কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বিনয় ভূষণ চক্রবর্তী, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বিধান কৃষ্ণ চক্রবর্তী, দিশারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য, বিদ্যানিকেতন স্কুলের সহকারী প্রধান শিক্ষক অচিন্ত্য ভট্টাচার্য্য, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিমুল চক্রবর্তী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী ও সুনামগঞ্জ জুবেলী উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ঝলক চন্দ্র দাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে সিটি মডেল স্কুল কালচারাল একাডেমীর রাজমণি, আঁচল ও খাদিজা। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী ও উপস্থাপক প্রান্ত দাশ।