সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার মডেল মাদরাসা, সিলেট ক্যাম্পাসের উদ্যোগে আগামী ১৬ নভেম্বর, শনিবার বিকেল ৪টা থেকে শাহজালাল উপশহর আই ব্লক মাঠে অনুষ্ঠিত হবে মাদরাসার ৭ম বার্ষিক বিজ্ঞান মেলা। কোমলমতি শিক্ষার্থীদের তৈরীকৃত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রজেক্ট এই মেলায় প্রদর্শিত হবে।
বিজ্ঞান মেলার উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডঃ সাজেদুল করিম। উদ্বোধন করবেন প্রখ্যাত আলেম জামেয়া নুরিয়া ভার্থখলা সিলেট এর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাষ্টি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার, প্রজেক্ট মুল্যয়ক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক শাহ আলম। দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিসুন নুরসহ শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক, আলেম, বিশিষ্ট ব্যক্তি ও তরুন সমাজকর্মীগণ।
পরিবার ও সন্তানাদীসহ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জন সাধারনের প্রতি আহবান জানিয়েছেন বিজ্ঞান মেলার আহবায়ক ও মাদরাসার অধ্যক্ষ মনজুরে মাওলা।