৯ম ইএসডি ফাউন্ডেশন অপরাজিতা মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২৪ অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৪, ১১:০৯ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, রোজ শনিবার, সকাল ১১ ঘটিকায় উইমেন্স মডেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ইএসডি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অপরাজিতা মেধাবৃত্তি প্রতিযোগিতা। ৯ম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় সিলেটের চার শতাধিক ছাত্রী। ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তকের আলোকে বাংলা ও ইংরেজি মাধ্যমে পরীক্ষাটি সম্পন্ন হয়। মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন পরিদর্শনে আসেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মনসুর আহমদ লস্কর, ভাইস-চেয়ারম্যান জনাব জেএমএইচজে ফেরদৌস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মো. আবুল কালাম এবং বাংলাদেশ ব্যাংক স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল হাসেম।
অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ করায় ইএসডি ফাউন্ডেশনের সদস্য সচিব ও
পরীক্ষা কমিটির আহ্বায়ক কলেজ অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার এক বিবৃতিতে স্কুল ও কলেজ শাখার শিক্ষকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও তিনি এই আয়োজনে অভিভাবক ও বিভিন্ন স্কুলের শিক্ষকদের সহযোগিতার কারণে তাদের নিকটও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আগামী ২৭শে নভেম্বর ২০২৪, রোজ বুধবার, উক্ত প্রতিযোগিতার ফলাফল উইমেন্স মডেল কলেজের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হবে।