জৈন্তাপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৯:৪১ অপরাহ্ণমীর শোয়েব, জৈন্তাপুর প্রতিনিধি::জৈন্তাপুর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর-২০২৪ খ্রি: রোববার বিকেল ৪টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও বর্তমান আহবায়ক মাওলানা মো: কুতুব উদ্দিন।
সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।
বর্ধিত সভায় আগামী ২৩ নভেম্বর সিলেট ঐতিহাসিক রেজিষ্ট্রারী মাঠে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবী’তে গণসমাবেশ ও সিলেটের সকল বন্ধ পাথর কোয়ারী খুলে দেওয়া, মেধাবী জাতি গঠন রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গণসমাবেশ সফল করতে তৃণমুল পর্যায়ের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল নেতাকর্মীগণ বৃন্দ-কে ঐক্যবদ্ধ ভাবে দায়িত্ব পালন করে সমাবেশে অংশ গ্রহন করার আহবান জানান।
সিলেটের গণসমাবেশ সফল করতে গণসংযোগের অংশ হিসাবে এই যৌথ বর্ধিত সভার আয়োজন করা হয়। উপজেলা জমিয়তের সদস্য সচিব মাওলানা মুহিবুল্লাহ’র উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন লামনীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলনা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা শফিকুর রহমান, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক নূরু আহমদ, মুফতী এবাদুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা জয়নাল আবেদীন, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, মাওলানা আব্দুল হামিদ, আব্দুল ওয়াদুদ, মাওলানা মুস্তাক আহমদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ।
সভা শেষ জৈন্তাপুর উপজেলা সদরে এক প্রচার মিছিল বের করা হয়। সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও জৈন্তাপুর উপজেলার নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বিনিময় করেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর,গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার মাটি ও মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্থানীয় সাংবাদিকদের আরও এগিয়ে আসার আহবান জানিয়ে সবার সহযোগিতার কামনা করেন।
এসময় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ সাংবাদিকদের নিকট ২৩ নভেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য গণসমাবেশ’র প্রচারপত্র (লিফলেট) প্রদান করেন।