সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পন্ন হয়েছে। গত শনিবার (১৭ নভেম্বর) সিলেট জেলা শাখার ২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রগুলো হল- দি এইডেড হাইস্কুল, ও আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৪ টি স্কুলের প্রায় ৮৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দি এইডেড হাইস্কুল, সিলেট কেন্দ্রের কেন্দ্র প্রধান ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা মো: বদরুল আলম ও কেন্দ্র সচিব ছিলেন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মুহিব উল্লাহ। কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন যথাক্রমে পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাজিদুর রহমান ও সদস্য সচিব মো: মিফতাউল আলম।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন- সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মো: জাফর আহমেদ, ঢাকা কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক জনাব মো: মোশারেফ হোসেন, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ, বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহহিয়া, গোলাপগঞ্জ কামাল এন্ড সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। সার্বিক বিষয় ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দি এইডেড হাইস্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব ফয়সাল আহমদ স্যার। এ ছাড়াও পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করেন সহ-সভাপতি শাহ মো: শামসুল ইসলাম, সহ-সভাপতি ভুপেন্দ্র কুমার দাস, মাহমুদুল হাসান, কমলেন্দু কুমার দাস, পংকজ দাস, কৃতিশ তালুকদার, মো: ফয়েজ উদ্দিন, মোহিতুষ দাস, সজল দেবনাথ, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, জাকিয়া বেগম, শাহেদা খানম, বাবুল মিয়া প্রমুখ।
এদিকে, ছাত্র-ছাত্রীরা খুবই মনোরম ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারায় অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।