ওসমানীনগর প্রতিনিধি::বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির (রেজিঃ এস১৫৩৫(৯৬)/৯৩) ওসমানীনগর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সমিতির উপজেলা শাখার উপদেষ্টা মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান এর পরিচালনায় সাধারণ শিক্ষকদের নিয়ে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ফকিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমদ চৌধুরী কে সভাপতি, পাটুলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান কে সাধারণ সম্পাদক এবং খসরুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ আহমদ কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি (প্র.শি.) নেছার আহমদ চৌধুরী, সহ সভাপতি (প্র.শি.) সুভাষ চন্দ্র নাথ, মোঃ আব্দুল কাইয়ুম, মাহমদ আলী, মোঃ রফিকুল ইসলাম, মোছাঃ নুরজাহান বেগম, শিপ্রা রানী দে, উম্মে সালমা, লক্ষ¥ী রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (প্র.শি.) অজয় কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক (স.শি.) চান মিয়া, সহ সাধারণ সম্পাদক (স.শি.) মনোজ কান্তি দাশ, সুতপা চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক (স.শি.) মোঃ গোলাম আযম, দপ্তর সম্পাদক (প্র.শি.) তারেক আল জুবায়ের, অর্থ সম্পাদক (প্র.শি.) মোঃ আতিকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক (স.শি.) লোকমান আহমদ, কাব সম্পাদক (স.শি.) সাজু মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক (স.শি.) শামীমুল হক সিকদার, সমবায় সম্পাদক (প্র.শি.) জোবেদ আক্তার, মহিলা সম্পাদক (স.শি.) সৈয়দা কানিজ জহুরা, সহ মহিলা সম্পাদক (স.শি.)
নিলীমা বেগম চৌধুরী, সদস্য (প্র.শি.) মন্দিরা রানী দাস, মোছাঃ রেহানা বেগম, রিংকু মনি দেবনাথ, (স.শি.) মোঃ আব্দুর রহমান, খোদেজা বেগম এবং মোঃ মোশাহিদ আলী প্রমূখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপজেলা শাখার উপদেষ্টা মোঃ আব্দুল মুকিত চৌধুরী, বজরুল হক চৌধুরী, আলা উদ্দিন চৌধুরী, (প্র.শি.) মোঃ আব্দুর রব, শ্যামল রঞ্জন দে, শুক্লা রানী দে, মহেশ কুমার দাস প্রমূখ।