শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল মানববন্ধন

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে দু ছাত্রকে নির্যাতনের প্রতিবাদে হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমদের শাস্তিসহ প্রত্যাহারের দাবিতে শিক্ষাথীদের বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও সড়ক অবরোধ করেছে।
গত রোববার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় সংলগ্ন ছাতক-সিলেট সড়কে শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন। এর আগে বিতর্কিত এই শিক্ষককে প্রত্যাহারের দাবীতে প্রধান শিক্ষক বরাবরে একটি লিখিত অভিযোগ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে অবরোধরক শিক্ষার্থীদের সরিয়ে নেয়। পরে প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরবর্তীতে ছাতক সেনাবাহিনীর ক্যাম্পের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালান।
এদিকে, শিক্ষার্থীদের মধ্যে এক পক্ষ শিক্ষকের অপসারণ চাইলে ওই বিদ্যালয়ে অপর শিক্ষার্থীরা শিক্ষককে বহাল থাকার দাবি তুলে। প্রায় দেড় ঘন্টা পর পুলিশ, সেনাবাহিনী, উপজেলা মাধ্যমিক শিক্ষম সমিতির সেক্রেটারিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।