ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে ইসলামিক রিলিফ বাংলাদেশের দ্বি-মাসিক সভা সম্পন্ন করা হয়েছে। গত মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সবা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প অফিসার কে এম মাহবুব রহমানের সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প অফিসার প্রকৌশলী মোহাম্মদ তারেক রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম।
ছাতকে ইসলামিক রিলিফ এর দ্বি- মাসিক সভা সম্পন্ন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, ইউ পি চেয়ারম্যান আব্দুল হক, মাস্টার আওলাদ হোসেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, মেম্বার তাজ উদ্দিন, মেম্বার শাহজাদা সুমন।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারি প্রকৌশলী এম এ জাসির, হিসাব রক্ষক চয়ন চন্দ, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল খায়ের, রিয়াজুল ইসলাম, কমিউনিটি মবিলাইজার রহিমা বেগম, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র প্রতিনিধি এহসানুল মাহবুব জুবায়ের প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের মাধ্যমে হত দরিদ্র মানুষকে ঘর নির্মান করে দেয়া, রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ উপহার এবং পাঁচ শত পরিবারকে ছয় হাজার টাকা করে দেয়া। এ গুলো হচ্ছে একটি প্রশংসনীয় উদ্যোগ। এছাড়া প্রাকৃতিক দুর্যোগকালীন বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এসব কাজে সরকার সহযোগিতা করে যাবে।