সিলেটপোস্ট ডেস্ক::ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে জমিয়তে উলামায়ে ইসলামের আগামী কালের (শনিবার )মহা সমাবেশ সফলে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়েছে।
গতকাল (্বৃহস্পতিবার)জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে গণসমাবেশ সফলের লক্ষ্যে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মুজিবুর রহমান ।
লিখিত বক্তব্যে তিনি ভারতীয় উপমহাদেশের ধর্ম ও রাজনীতিতে জমিয়তের উজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন- ১৯১৯ সাল থেকে পাক-ভারত উপমহাদেশের স্বাধীনতা, ধর্ম, রাজনীতি ও সমাজব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। আন্দোলন সংগ্রাম এবং রাষ্ট্র বিনির্মানে জমিয়ত সামনের সারিতে থাকা একটি প্রভাবশালী রাজনৈতিক দল।
বিশেষত জমিয়তের প্রাণপুর“ষ শায়খুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রাহ.এর সংস্পর্শে ধন্য সিলেট বিভাগে জমিয়তের শক্তিশালী অবস্থান রয়েছে।
সাম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও জমিয়ত মাঠে ময়দানে অবদান রেখেছে। আন্দোলনে গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ গুলিবিদ্ধ হয়েছে, সদর উপজেলা ছাত্র জমিয়তের সহসভাপতি ফরহাদ আহমদ, সহ ২০ জন জমিয়তকর্মী আহত হয়েছে।
লিখিত বক্তব্যে আরো বলেন-জুলাই আগস্টের রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অগণিত মানুষ পঙ্গু হয়েছে, অনেকে আহত হয়ে হাসপাতালের বেডে দিনাতিপাত করছে।
কিন্তুঅতীব দুঃখের সাথে লক্ষ্য করছি, ২৪ এর পরাজিত শক্তি নানাধরণের ষড়যন্ত্রের মাধ্যমে ফিরে আসার চেষ্টা করছে।
অন্তরবর্তীকালীন সরকারের কিছু কার্যকলাপেও আমরা চিন্তিত, উদ্বিগ্ন। রাষ্ট্রীয় পর্যায়ে বে-ইনসাফ হচ্ছে। বিপ্লবের চেতনা ক্রমশ অবহেলিত ও গৌণ হয়ে যাচ্ছে। নির্বাচন নিয়েও নানা সংশয় ও সন্দেহ জন্ম নিয়েছে।
সরকার দেশের অর্থনীতিতে কাঙ্খিত অগ্রগতি নিশ্চিত করতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
রক্তাক্ত গণবিপবের পর বিপবের চেতনা রক্ষা করা হচ্ছে রাজনৈতিক দলসমূহের পবিত্রতম দায়িত্ব। যারা বিপ্লব কে ব্যর্থ করার চেষ্টা করবে, জাতি তাঁদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
জুলাই-আগষ্ট বিপ্লবের আকাঙ্খা বাস্তবায়ণ করতে হলে সকল প্রকারের বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে সমাপনী বক্তব্য ও দোয়া করেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোশতাক আহমদ চৌধুরী । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা খলিলুর রহমান ,জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী , মাওলানা নুর আহমদ কাসিমী
সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইবাদুর রহমান সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া প্রধান মাওলানা মুহিব্বুল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ,এডভোকেট রেজাউল হক রেজা, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার“জ্জামান তালুকদার , জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ
প্রচার সম্পাদক: মাওলানা শামীম আহমদ মাওলানা আব্দুল মান্নান । মাওলানা মাহদী আহমদ মাওলানা তোফায়েল আহমদ উসমানী ছাত্রনেতা মাওলানা তোফায়েল আহমদ
উল্লেখ্য,আগামী ২৩ নভেম্বর, শনিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত সমাবেশে জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট বিভাগের মান্যবর ও সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন বলে আশা প্রকাশ করা হয়।