সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী তেলিরাই পাঞ্চায়েত কমিটির উদ্যোগে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ সকল ধরনের মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মখন দোকান এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তেলিরাই পাঞ্চায়েত কমিটির সভাপতি ইশরাকুল হোসেন শামীম। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমপি’র দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার রাজীব।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও প্রগতির মূলশক্তি হলো যুবসমাজ। কিন্তু মাদকদ্রব্য অনেক তরুণ ও যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকদ্রব্য ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তবেই সমাজ থেকে সকল অপকর্ম ও অন্যায় দূর করা সম্ভব।
হাফিজ গোলজার হোসেনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন তেলিরাই পাঞ্চায়েত কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তেলিরাই পাঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মাসুক আহমদ, শেখ সালেহ আহমদ, সাহেদ আহমদ (মেম্বার), সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আজাদ আহমদ, শায়েস্তা মিয়া, সিনিয়র সদস্য ইসমাইল আলী বাচ্চু, অর্থ সম্পাদক শেখ মোঃ মাহফুজুর রহমান মুন্না, সহ-অর্থ সম্পাদক রুহুল আমীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিসকাত জামান, প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ, শ্রমিক নেতা সানর মিয়া, সদস্য লুকমান আহমদ লুকু, তুয়াহির মিয়া, আব্দুল হেকিম, মুফিজুর রহমান জামিল, অশোক মালাকার, শেখ আলী হোসেন, আমিনুল ইসলাম মনা, হীরা কর, তেলিরাই যুব কমিটির সহ-সভাপতি রাজু আহমদ, তুয়াহির আলী, সামি আহমদ প্রমুখ। সভায় তেলিরাই এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।