সিলেটপোস্ট ডেস্ক::যাত্রিক ট্রাভেলস এর সেবামূলক প্রতিষ্ঠান আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারের নিচতলায় এই ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ ফিতা কেটে এই ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। এসময় তিনি আব্দুল জব্বার জলিলের উদ্যোগে এই চিকিৎসা সেবাকেন্দ্রের সফলতা কামনা করে বলেন, এ অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে এই ফ্রি চিকিৎসা সেবা কেন্দ্র ব্যাপক অবদান রাখবে। তিনি আব্দুল জব্বার জলিলের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সমাজ সেবায় আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য আহবান জানান।
ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ডা. মোহাম্মদ নাজমুস সাকিব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিইও জাহাঙ্গীর হোসাইন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ ইমরান উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সপ্তাহের প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সেবাকেন্দ্রে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।