সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের দক্ষিণ সুরমা থানার প্রগতি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রগতি মেধাবৃত্তি-২০২৪ পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র তাওহীদ আহমদ সেজান।
সে দৈনিক ‘সিলেটের ডাক’র স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ ও গৃহিণী সেলিনা আক্তার এর প্রথম পুত্র। তাওহীদ আহমদ সেজান তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পিতামাতা, আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাইভেট শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় প্রগতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। পরীক্ষায় সিলেটের বিভিন্ন স্কুলের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে বিকেলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৩নং তেতলী ইউনিয়নের চেয়ারম্যান অলিউর রহমান অলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।