সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাজওয়ান আহমদ ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করেন মো. বদরুল হক।
সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সভাপকি আবুল কালাম মনসুর, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক মো. বদরুল হক, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ জিয়া, প্রচার সম্পাদক আতাহার আলী, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক কামরান হোসেন, ক্রীড়া সম্পাদক জুনেদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, কার্যকরী সদস্য লোকমান হোসেন, শুভাশীষ দাস মিশু, কাওছার হোসেন, মো. নাজমুল ইসলাম, নাসির আহমদ, আলী হায়দার, নুরুল আমিন, মো. তপু, সালাউদ্দিন আহমদ মামুন, মোজাক্কির হোসেন, নাজিম উদ্দিন, মাসুদ আহমদ, এম রহমান, মো. আব্দুল মোতালেব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশহাদুল হক আল হেলাল।
সভায় বক্তারা বলেন, ব্যবসা বানিজ্যকে গতিশীল করতে সকল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে দেশের ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে। বক্তারা আরো বলেন, সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন সারাদিন দোকানপাট বন্ধ রেখে বিজয় দিবসের কর্মসূচি পালন করতে হবে।