সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সিলেট বিভাগীয় অফিসের উদ্যোগে অর্থনৈতিক শুমারি ২০২৪ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে র্যালীটির উদ্বোধন করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী।
সোমবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক ও বিভাগীয় শুমারি জরিপ কমিটির সদস্য সচিব মো. সাহাবুদ্দীন সরকার এ তথ্য জানিয়েছেন। উক্ত র্যালিতে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনের সাংবাদিক/রিপোর্টারদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর মূল শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম ডিজিটাল ডিভাইস ‘ট্যাবলেট’ ব্যবহার করে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ দেশব্যাপি অনুষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে।