সাহাদুজ্জামান (ঝিনুক) স্মরণে নুকফ সংসদের শোকসভা ও দোয়া মাহফিল

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৩:০৩ অপরাহ্ণসিলেটপোস্ট ডেস্ক::নুকফ সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম সাহাদুজ্জামান (ঝিনুক) এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) নুকফ সংসদ ফেঞ্জুগঞ্জ এর উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নুকফ সংসদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরী।
শোক সভায় বক্তারা বলেন, মরহুম সাহাদুজ্জামান ঝিনুক দ্বীনদার ও ভালো মানুষ ছিলেন। তার ব্যবহার ছিল অমায়িক। এজন্য সকল শ্রেণির মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। তার জানাযার নামাজ ও আজকের দোয়া ও শোক সভার উপস্থিতি প্রমাণ করে তিনি কেমন মানুষ ছিলেন। তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়।
নুকফ সংসদের সাধারণ সম্পাদক আল কাওছার হাবীব টিটু ও রাশেদুল হাসানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুকফ’র উপদেষ্ঠা বদরুল ইসলাম চৌধুরী, নুকফ’র উপদেষ্ঠা আতাউর রহমান, সিলেট জেলা সেচ্চাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামান, নুকফ’র উপদেষ্ঠা জাজারিয়া আরেফিন ফয়ছল, মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, নুকফ’র সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মালেক, নুকফ’র উপদেষ্ঠা মাহবুবুর রহমান।
বক্তব্য রাখেন, নুকফ’র সহ-সভাপতি মতিউর রহমান মুকুল, নুকফ’র সহ-সভাপতি নজরুল ইসলাম মেম্বার, মরহুমের বড় ছেলে তাহাদুজ্জামান, মরহুমের বড়ভাই আহাদুজ্জামান জামাল, নুকফ’র উপদেষ্ঠা আব্দুল মতিন, নুকফ’র প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, জাহিদ হাসান এপোলো, ইব্রাহিম বদরুজ্জামান দিদার, আব্দুল্লাহ শাদসুজ্জামান দিদার, আজহারুল আম্বিয়া চৌধুরী, সানজিদ আলী, জাহাঙ্গীর হোসেন, জাহেদুল হক চৌধুরী, মো. জামাল আহমদ, রাশেদুল হাসান চৌধুরী, আব্দুল হাই সিরাজ, নুকফ’র সহ-সাধারণ সম্পাদক রাজকুমার চক্রবর্তী লিমি, গোলাম রসুল জিতু, নুরুল ইসলাম মঞ্জু, অলক চক্রবর্তী, গোবিন্দ দাস, জয়নুল ইসলাম, সঞ্জু সাহা প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মরহুম সাহাদুজ্জামান ঝিনুকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জলিল উদ্দিন।