সিলেটপোস্ট ডেস্ক::আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে অপহরণ করে কুপিয়ে পায়ের রগ কর্তন এবং মুক্তিপণে তার ছাড়া পাওয়ার ঘটনা ঘিরে সিলেটে তোলপাড় চলছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনীর ইউনিটও। তবে এ ক্ষেত্রে মুখ খুলছেন না মিসবাহ উদ্দিন সিরাজের স্ত্রী-সন্তান। চিকিৎসা নিয়ে ফের লাপাত্তা রয়েছেন মিসবাহ সিরাজও। মামলাও হয়নি।এমতাবস্থায় বসে নেই পুলিশ-গোয়েন্দারা। অপহরণকারীদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও মোবাইল ফরেনসিকের প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। ঘটনার সময়ে ঘটনাস্থলে কারা অবস্থান নিয়েছিল, মিসবাহ সিরাজের স্ত্রী ও মেয়ের সঙ্গে ওই সময়ে মোবাইলফোনে কারা কথা বলেছেন- তাদের সম্পর্কে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।