মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর প্রতিনিধি ::জৈন্তাপুর উপেজলায় দুর্যোগপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি’র অর্থায়নে এবং সেভ দি চিলড্রেন সংস্থার সহযোগিতায় সিলেট অঞ্চল এবং বাংলাদেশের অন্যান্য জেলার দুর্যোগপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কার্যকর ভূমিকা পালন বিষয়ে স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করা বিষয়ক ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র
বাস্তবায়নে এই অবহিতকরণ সভা আয়োজন করা হয়।
১৮ ডিসেম্বর বুধবার-২০২৪ খ্রি: সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে সভা অনুষ্ঠিত হয়েছে ।
অবহিতকরণ সভায় অংশগ্রহন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমেদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অলিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবেদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো: জিলানী, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মো: রুহল আমিন, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: জুলহাস, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রিয়াদ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন।
এছাড়া সিএমএইচ কর্মকর্তা মো: সােয়েবুর রহমান, এনজিও কর্মী মো: তারেক,সেভ দি চিলড্রেন’র সিনিয়র ম্যানেজার দিলদার মাহমুদ, ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’রপ্রজেক্ট কো-অডিনের্টর ফুজায়েল আহমদ, মোছাব্বির রহমান, প্রজেক্ট অফিসার আরিফ রব্বানী,আনিকা তাবাসসুম, ফিল্ড ফেসিলিটেটর জয়নাল আবেদীন, শফি আমিন খান, রাজিয়া বেগম ও হেলেনা বেগম। সভায় জৈন্তাপুর উপজেলার বন্যা দূর্গত এলাকার জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে করণীয় বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে।