মীর শোয়েব, জৈন্তাপুর ::সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দার্মী এলাকায় মর্মান্তিক সড়ক দুঘটনায় ৩ জন নিহত। গুরুত্বর আহত হয়েছেন আরও ২ জন ।
জাফলং গামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে বিদ্যুতের খুটি (খাম্বার) সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়। মর্মান্তিক সড়ক দুঘর্টনায় নিহতরা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা বলে ধারনা করা হচ্ছে।
তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয় নাই। হাইওয়ে পুলিশ তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা করছেন।
২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে এই দুঘটনা ঘটে । জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নস্থ সিলেট তামাবিল জাফলং মহাসড়কেরর এলাকার দার্মী সংলগ্ন স্থান।
প্রাইভেটকার নম্বর:(ঢাকা মেট্রাে-গ১৩-৩৮৫৪)।
তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী ও স্থানীয় জনতার সহযোগিতায় নিহতদের লাশ উদ্বার করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতাল নেওয়ার পর আরও ১ জন মারা যান। নিহতদের মধ্যে সবাই বয়সে তরুন।
আহত অন্য ২ জন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গাড়িতে চালক সহ ৫ জন ছিলেন। তবে গাড়ির চালক সুস্থ্য রয়েছে বলে জানা গেছে।