সিলেটপোস্ট ডেস্ক::ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেছেন, দেশে আজ দুর্নীতি ও নৈরাজ্যের যে মহামারী চলছে তা থেকে দেশকে উত্তরণের জন্য নৈতিক মুল্যবোধ সম্পন্ন নেতৃত্ব প্রয়োজন, আর ছাত্র মজলিস জ্ঞান ও চারিত্রিক মাধুর্যতা সম্পন্ন ভবিষ্যত প্রজন্ম সৃষ্টির জন্য সাধারণ ছাত্রদের মাঝে কাজ করে যাচ্ছে। গত ৫ আগস্ট,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষায় সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্য পতিত স্বৈরাচার নানা রকমের অপচেষ্টা চালাচ্ছে। তাদের সকল অপচেষ্টা মোকাবেলায় ছাত্র সমাজকে সদা জাগ্রত থাকতে হবে, সেই সাথে আগামী দিনে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
১৯ ও ২০ ডিসেম্বর’২৪ বৃহস্পতি ও শুক্রবার নগরীর হাওয়াপাড়াস্থ খাঁন অডিটোরিয়ামে ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে ২ দিন ব্যাপী কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান এর পরিচালনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম জলিল, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মৌলবীবাজার শহর সভাপতি মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান,সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম।
বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন- প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব ডা: আখলাক আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, সদ্য সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাফিজ আলমগীর হোসাইন, খেলাফত মজলিস সিলেট জেলা সহ- সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, দারসুল কুরআন পেশ করেন হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,দারসুল হাদীস পেশ করেন হাটহাজারী মাদ্রাসা সাবেক সভাপতি মুফতি শফি কামরান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান,বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, অফিস প্রচার সম্পাদক আব্দুল মুকিত, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক জুয়েল আহমদ ,মদন মোহন সভাপতি মিসবাহ আহমদ জয়, শাহজালাল রহ: জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সভাপতি আব্দুল ওয়াদুদ, স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী প্রমুখ।