সিলেটপোস্ট ডেস্ক::হাওর অধ্যুষিত, জল জোৎসনা, কাব্যময়তার নান্দনিক সুনামগঞ্জ জেলার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দেশ ও গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে, চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি, “সম্মাননা” পেলেন জাতীয় দৈনিক “ঢাকা প্রতিদিনি” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদারসহ সারাদেশ থেকে ৪৫ জন সাংবাদিক।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে যুগরত্ন সাংবাদিক সম্মাননা, পেলেন ৩ জন। দেশের সেরা সংবাদ সম্মাননা পেলেন ১০ জন। চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেলেন ৪৫ জন। এবং পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জন সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।