জৈন্তাপুর প্রতিনিধি::বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি:
নং চট্ট-১৯০৯)’র ত্রি-বার্ষিক নির্বাচনের তপশীল ঘোষনা করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারী-২০২৫ খ্রি: তারিখে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নিজপাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের উপস্থিতি’তে আয়োজিত এক সূধী সমাবেশে নির্বাচন কমিশন-এর সচিব ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী ত্রি-বার্ষিক নির্বাচনের তপশীল ঘোষণা করেন।
ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণ
২৭ ডিসেম্বর থেকে ২ জানুযারী-২০২৫ খ্রি:, মনোনয়ন পত্র দাখিল ৩ জানুয়ারী থেকে ৫ জানুয়ারী, মনোনয়ন পত্র বাছাই ৭ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী, আপিল গ্রহন ও প্রার্থীতা প্রত্যাহার ৯ জানুয়ারী, প্রার্থীতা চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ ১০ জানুযারী এবং ২৫ জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে জৈন্তাপুর উপজেলা সদরের ইরাদেবী মাঠ প্রাঙ্গনে।
নিজপাট ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রে অস্থায়ী নির্বাচন অফিসে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করা যাবে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন-কে প্রধান নির্বাচন কমিশনার করে ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন-এর সচিব ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্টু ও শান্তিপুর্ণ ভাবে এবং উৎসব মূখের পরিবেশে সবার অংশ গ্রহনে সম্পন্ন করতে তিনি সংশ্লষ্টি সবার সহযোগিতা কামনা করেন। তপশীল ঘোষণা অনুষ্ঠানে নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিগণ এবং বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।