সিলেটপোস্ট ডেস্ক::‘শেকড়ের টানে, স্মৃতির সন্ধানে।’ সিলেটের মুদ্রণ শিল্পের অনন্য প্রতিষ্ঠান নগরীর চৌহাট্টাস্থ চলন্তিকা প্রিন্টার্সের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৩রা জানুয়ারি ‘২৫ ইং, শুক্রবার বিকাল ৮টা হতে পূর্ব জিন্দাবাজারস্থ “নিউ হোটেল গ্র্যান্ড ভিউ” মিলনায়তনে প্রথম পর্বের আয়োজনের মধ্যে রয়েছে, প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সংগীত ও নৃত্য, কেক কাটা, সমবেত নৃত্য, সংগীত, চলন্তিকা স্মারকগ্রন্থের প্রচ্ছদের মোড়ক উন্মোচন, আলোচনা, সমবেত নৃত্য ও সমবেত সংগীত।
দ্বিতীয় পর্বের আয়োজনের মধ্যে রয়েছে সম্মাননা প্রদান, বৃত্তি প্রদান, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন আনন্দলোক, গীতবিতান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শ্রুতি, নজরুল সংগীত শিল্পী পরিষদ, নৃত্যরথ।
শ্রীভূমি শ্রীহট্টের স্বপ্ন, প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতির যে মায়াময় অবলম্বন, ‘চলন্তিকা’ সে আজ অমল ধ্বজা উড়িয়ে পার করে এসেছে এক সুবর্ণপথ। অগণিত মানুষের পদধুলিতে, আড্ডায়, আবেগে কতো স্মৃতি জমা আছে তার বাঁকে বাঁকে। এ নন্দন-যাত্রাকে উদ্যাপন করতে চলন্তিকা প্রিন্টার্স এর সঙ্গে সংশি¬ষ্টদের আন্তরিক উপস্থিতি ও সর্বান্তকরণ সহযোগিতা কামনা করেছেন সিলেটের স্বনামধন্য চলন্তিকা প্রিন্টার্সের স্বত্বাধিকারী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।