সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের জামেয়া আরাবিয়া ইসলামিয়া ধনকান্দি মাদ্রাসার ওয়াজ মাহফিল আগামী ১৬ই জানুয়ারি। মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ১০ থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার ২৭তম এ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন দারুস সালাম মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস মুফতি ওলিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন ভারতের আল্লামা সাইয়্যীদ আফফান মনছুরপুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লন্ডনের শায়খুল হাদিস আল্লামা বিলাল ভাওয়া, প্রধান বক্তা লন্ডনের শায়খুত তাফসির ড. আশরাফ মাকদাম, বিশেষ বক্তা বগুড়ার শায়খুল হাদিস আল্লামা শফি ক্বাসেমী।
এছাড়া কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শায়েখ আহমদ আলী, ইকরাহ বাংলাদেশের মহাপরিচালক শায়খুল হাদিস মাওলানা শায়েখ রশিদ মকবুল, রাজাগঞ্জ মাদ্রাসার মুহতামিম শায়েখ মমতাজ উদ্দীন, শাহপরান গেইট মসজিদের খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী বয়ান পেশ করবেন। এতে সকলের উপস্থিতি কামনা করেছেন ধনকান্দি মাদ্রাসার মুহতমিম হযরত মাওলানা মুশতাক আহমদ খান।