সিলেটপোস্ট ডেস্ক::নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এর কর্মস্থল ত্যাগ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্কুল অব হিউমিনিটি এন্ড সোস্যাল সাইন্স এর ডিন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে’র সভাপতিত্বে ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট্রিজ এর চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্ট্রিজ এর সাবেক চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আফজাল মিয়া, বোর্ড অব ট্রাস্ট্রিজ এর সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক প্রফেসর ড. মো. শহিদুর রহমান। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্রকল্যান উপদেষ্টা রথীন্দ্র চন্দ্র গোপ, ফাইনান্স ডিরেক্টর অশোক রঞ্জন চৌধুরী, সিএসই’র বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ও প্রক্টর মো. শামসুল কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর মো. হারুনুর রশিদ।
বক্তারা বলেন, কর্মের মাধ্যমে মানুষ অনন্তকাল বেঁচে থাকে। উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস সিলেটে শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সৃষ্টিশীল ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশা্বাস করি। অনুষ্ঠানের শেষের দিকে অতিথিবৃন্দ বিদায়ী উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এর আগে উপাচার্যসহ অতিথিবৃন্দ ইউনিভিার্সিটির ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন।