সিলেটপোস্ট ডেস্ক::এবার শাহী ঈদগাহ খেলার মাঠের গেজেটকৃত নাম বাদ দেওয়ার দাবীতে শাহী ঈদগাহ এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার (২০ জানুয়ারি) সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে স্মারকলিপি প্রদান করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম।
সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠ ছিলে সিলেট সদর উপজেলার ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের মাঠ এই মাঠে সব সময় খেলাধুলায় ব্যস্ত ছিলেন সিলেটের ক্রীড়া প্রেমিরা। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসে এই মাঠের নাম পরিবর্তন করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে। সেই থেকে শুরু হয় মাঠ নিয়ে বাণিজ্য। বছরে একবার বাণিজ্য মেলা আর কোরবানি পশুর হাট।
প্রত্যেকবার ক্রীড়াবিদরা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও কোন লাভ হয় নি। প্রভাবশালীরা চক্র তা আমলে না নিয়ে মাঠে মেলা ও পশুর হাট বসাতে ব্যস্ত থাকেন। দীর্ঘদিন পরেও হলেও মাঠটি তার পূর্বের নাম ফিরে পেলে। বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার জনসাধারণের আহ্বানে শাহী ঈদগাহ এলাকার মিনি স্টেডিয়ামের নাম করণ করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, আমরা বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমাদের এলাকার একমাত্র মিনি স্টেডিয়ামটি নতুন নামকরণ করেছি যার নাম ‘গ্রোটার শাহী ঈদগাহ মিনি স্টেডিয়াম সিলেট।’ এই মিনি স্টেডিয়ামটি পূর্বের সরকার প্রধানের নিকট আত্মীয়ের নামে নামকরণ করা হয়েছিল। আমরা এলাকার সকল মুরব্বীয়ান, যুব সমাজ ও ছাত্র আন্দোলনে সহযোগীতাকারী ছাত্রদেরকে সাথে নিয়ে গত ১৫ জানুয়ারী আমরা মিনি স্টেডিয়ামটির নামফলক উন্মোচন করেছি। ভবিষ্যতে যেন কোন রাজনৈতিক নেতা বা নেতার আত্মীয়-স্বজন এর নামে স্টেডিয়ামটির নামকরণ করা না হয় এই দাবী জানান এলাকাবাসী।
স্মারকলিপি প্রদান কালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম বলেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নাম ফলক বসানোর রাজনীতি করেছে। দেশের সকল প্রতিষ্ঠানকে লুটপাট করতে ফ্যাসিস হাসিনা তার পরিবারের সকল সদস্যদের নামে নামকরণ করে দেশের বিভিন্ন স্থানে শুধু ফলক বসিয়ে উন্নয়নের নামে হাজার হাজার অর্থ লুটপাট করেছে।
এসময় উপস্থিত ছিলেন নূরজাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের সভাপতি শাহরিয়ার সিদ্দিকী মান্না, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ছাত্রনেতা শাহ্ সাইদুর রহমান হিরু, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, জুনেদ খান, জুবের আহমদ, আবু কাওছার চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, সাজ্জাদ আহমদ, রাজন আহমদ, আনোয়ার হোসেন, শিপন, মিল্লাত, শামসুজ্জামান শওকত প্রমুখ।