সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ওসমানীনগর উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ করেছে। সিলেট জেলা ওলামাদলের আহ্বায়ক নুরুল হক ও সদস্য সচিব এম এম কামাল উদ্দিন স্বাক্ষরিত ক্বারী হারুনূর রশীদকে আহ্বায়ক এইচ এম নুরুল আমিনকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার বাদ মাগরিব তাজপুর ছামিদ টাওয়ার স্কুল রোজ সাহিরা ফার্মেসীতে এক সভা অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ জুবায়ের আহমদ, যুগ্ম আহ্বায়ক হাফিজ আব্দুর রহিম, সৈয়দ মাওলানা আবু তালহা, মাস্টার শানুর আলী, কারী আব্দুল্লাহ, হাফিজ কবির আহমদ চৌধুরী, সদস্য হাফিজ সিরাজুল ইসলাম, মোঃ আঃ সামাদ, হাফিজ ছালুয়া মাহমুদ, হাফিজ শাহিন খান, হাফিজ ছালেহ আহমদ, মাওলানা মাসুক আহমদ, এম জিলু মিয়া, মাওলানা মো: নুরুল হক, মাওলানা আজমল আলী, মো: আনজব আলী, মাওলানা আং রাজ্জাক, হাফিজ মারুফ আহমদ, মো: মনু মিয়া। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওলানা কাজী মোঃ নূরুল হক, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন।