ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (২১জানুয়ারী) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ক্রীড়া সমিতির সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা লিটন, এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বাংলা বাজার স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসীর উদ্দিন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাশ, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
সভায় ছাতকে অধিক প্রতিষ্ঠানের কারণে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পাইগাঁও উচ্চ বিদ্যালয়-এই তিনটি ভেন্যূতে ০১ ফেব্রুয়ারি এ্যাথলেটিকস ও ০২ ফেব্রুয়ারি ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন হবে। এছাড়া আগামী ০৪ ফেব্রুয়ারি ছাতক মন্টু বাবুর মাঠে উপজেলা পর্যায়ের এ্যাথলেটিকস এবং ০৫ ফেব্রুয়ারি একই মাঠে ভেন্যূ থেকে চ্যম্পিয়ন হয়ে আসা দল নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল পর্যায়ে ক্রীড়া শুরু হবে সকাল সাড়ে ৯ টা থেকে। শেষদিন ০৫ ফেব্রুয়ারি বিকেল ০৩ টায় মন্টুবাবুর মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
পঠিত : 21