সিলেটপোস্ট ডেস্ক::মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, প্রদীপ কুমার দেব, ডিকন নিঝুম সাংমা, চন্দন দাস, প্রকৌশলী নিতাই পাল, লিটন পাল, বিজয় ভূষণ ধর, নির্মল সিনহা কুমার, উত্তর ঘোষ, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত, জিডি রুমু, নিতিশ সূত্রধর, রনজিত রবি দাস, সমর দাস। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।