সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের নব গঠিত পুর্নাঙ্গ কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার পুর্নাঙ্গ কমিটি অনুমোদন করায় আজ সোমবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,কে অভিনন্দন জানিয়ে ও নবগঠিত কমিটির সভাপতি হুুমায়ুন কবির শাহীন এর অনুমতিক্রমে কমিটির প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ এর উদ্যোগে আনন্দ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কোটপয়েন্টে পত সভার মাধ্যমে শেষ হয় উক্ত মিছিলে উপস্থিত ও বক্তব্য রাখেন একরাম হুসেন মারুফ, ফখর উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ খান, সুল্তান আহমদ চৌধুরী, হাবিবুর রহমান সৈয়দ নোমানুর রশীদ, তাহের আলী সুমন, শহীদ আহমদ, ময়নুল হক স্বাধীন, ওসমান গনী কাছন, শফিক আহমদ চৌধুরী,শেখ ল্যুৎফুর রহমান, রুহেল খান,আবদুর রহিম,শিফন চন্দন,আহসাব হাবিব শাহিন রহমান শহীদুল ইসলাম রাজীব,রিপন আহমদ প্রমুখ।
আনন্দ মিছিল শেষে বক্তারা জানান, দীর্ঘদিন পর সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে। সিলেট মহানগর কৃষক দলের কমিটিতে প্রকৃত, ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করায় বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,কে অভিনন্দন জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।