সিলেটপোস্ট ডেস্ক::চট্টগ্রাম সমিতি সিলেটে উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন।
ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা বলেন, আমাদের সবাইকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। শিক্ষা, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ রক্ষাসহ সমাজের সমস্যা গুলো সমাধান কাজ করতে হবে।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্বনাথ ঘোষ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন। মাহফিলে উপস্থিত ছিলেন সিলেটের বসবাসরত চট্টগ্রামবাসীরা। মাহফিলে মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সিলেটে বসবাসরত চট্টগ্রামবাসী।