সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের ডেল্টা হসপিটালের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ মার্চ) সিলেট নগরীর মীরবক্সটুলাস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন ডেল্টা হসপিটালের নির্বাহী পরিচালক মো. ফখরুজ্জামান ওয়াসিম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি আশিকুর রহমান রানা, সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, ডা. হেলাল আহমদ, ডা. ফরহাদুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডা. জাকওয়ান রাদ্বী, ডা. ইয়াসিন, ডা. রানা, ডা. আরিফ হাসান, ডা. সৌরভ, যা. ধ্রুব, ডা. ফাহমিদুর রহমান, ডা. হাসানুজ্জামান, ডা. খালেদ আহমেদ, ডা.আশরাফুল ইসলাম রাব্বি, জাহাঙ্গীর হোসেন, শরিফ আহমদ, হাফিজ নুরুজ্জামান, রইছ উদ্দিন, মারুফ, মঞ্জু, জাবেদ, জাকির, মুহিব, ময়নুল, নিজাম, কাশেম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেল্টা হসপিটাল কয়েক যুগ ধরে মানুষের সেবা করে যাচ্ছে। এখানে সব ধরনের চিকিৎসা অত্যন্ত দক্ষতার সাথে করা হয়। সিলেটের সকল ক্লিনিকের চেয়ে ডেল্টা হসপিটাল উন্নতমানের ভালো সেবা দিয়ে যাচ্ছে। বক্তারা বর্তমান সেবার মান ধরে রেখে গরীব ও অসহায় রোগীদের সহযোগিতার মাধ্যমে চিকিৎসা প্রদান করার আহবান জানান।-