সিলেটপোস্ট ডেস্ক::বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের আজীবন সংগ্রামী সংগঠক, ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি এবং জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি ড. সানজীদা খাতুন এর প্রয়াণে শোক জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এক শোক বার্তায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন, ড. সানজীদা খাতুনের প্রয়াণে দেশবাসী সত্যিকারের একজন জাতীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি ছিলেন নারী সমাজের গৌরব। বায়ান্ন, একাত্তর’কে তিনি সবার উপরে রেখে গ্রাম-গঞ্জের লোক সাহিত্য, ভাটিয়ালি ও মরমী সহ হারিয়ে যাওয়া অনেক সংস্কৃতিকে উন্নত করতে তার ঐতিহাসিক অবদান জাতি চিরদিন মনে রাখবে। ব্যক্তিগত জীবনে তিনি নির্লোভ ও নিরহংকারী ছিলেন। তার মাঝে সততার ছাপ তার মাঝে ভেসে ওঠতো। এজন্য হয়তো পবিত্র ও মহিমান্তিত রামাদান মাসে আল্লাহপাক তাকে নিয়ে গেছেন।
নেতৃবৃন্দ সানজিদা খাতুনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জ্ঞাপন করেন।