সিলেটপোস্ট ডেস্ক::নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী দখলদার ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে মধুবন মার্কেটের সামনে মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্ট সংলগ্ন মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. রিয়াদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ছালেহ আহমদ, ছালিক আহমদ, আবুল হোসেন, খালেদ আহমদ প্রমুখ।
এছাড়াও মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নিরীহ ফিলিস্তিনে বর্বরোচিত হামলা ও গণহত্যায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী মাওলানা ফোয়াদ আহমদ।
মানববন্ধনে বক্তরা ফিলিস্তিনের গাজায় মুসলমান নারী, পুরুষ ও শিশুদের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই মূহুর্তে ইসরায়েলি সকল পণ্য বয়কট করে গাজাবাসীদের রক্ষা করার জন্য বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা বৈশ্বিক ধর্মঘটে একাত্বতা পোষন করে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আগামীতেও মুসলমানদের পক্ষে কর্মসূচী অব্যাহত থাকবে।
বক্তারা সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তুলে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।