সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সিলেট বিভাগীয়, জেলা ও মহানগর ইউনিটের উদ্যোগে সিলেট বিভাগের সর্বস্থরের জনতা ও ছাত্রসমাজকে নিয়ে ফিলিস্তিনে নিরীহ মুসলিম হত্যা, গুমের বিরুদ্ধে এবং নেতানিয়াহুর শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে “মার্চ ফর গাজা” কর্মসূচী অনুষ্ঠিত হবে।
“মার্চ ফর গাজা” উপলক্ষ্যে এক বিক্ষোভ মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হবে।
এক বিবৃতিতে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে নিরীহ মুসলিম ভাই-বোনেদের হত্যা, গুমের বিরুদ্ধে এবং নেতানিয়াহুর শাস্তির সিলেট শহরজুড়ে আমরা ঘোষণা করেছি “মার্চ ফর গাজা”। তাই সাধারণ জনতা, ছাত্রসমাজ, যুবসমাজ, আলেমসমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে পুণ্যভূমি সিলেটে “মার্চ ফর গাজা” কর্মসূচি সফল করুন। উক্ত কর্মসূচী সিলেট থেকে শুরু হওয়া এই আন্দোলন আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেই। কর্মসূচিতে সবাই দল-মত নির্বিশেষে যোগদান করার জন্য বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সিলেট বিভাগীয়, জেলা ও মহানগর ইউনিটের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।