সিলেটপোস্ট ডেস্ক::ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার দায়ে ইসরাইলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর কৃষক দলের সভাপতি ও সাবেক মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন।
তিনি আরও বলেন,পাশাপাশি ফিলিস্তিনে যা ঘটছে, তা শুধু তাদের ধ্বংস নয়, বিশ্ব মুসলমানদের নিঃশেষ করার ষড়যন্ত্র হিসেবে দেখছে দলটি।
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেট নগরীর ক্বীন ব্রীজ সারদা হলের সামন থেকে বিকেল সাড়ে তিনটায় সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহীন এর নেতৃত্বে র্যালি করেছে সিলেট মহানগর কৃষক দল।পরে নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে মহানগর বিএনপির র্যালিতে যুক্ত হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশব্যাপী মহানগরীতে প্রতিবাদ ও সংহতি র্যালি অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির সাথেে নগরীর কোট পয়েন্ট থেকে র্যালি শুরু করে আম্বরখানা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মধ্যে দিয়ে র্যালিটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন,মহানগর কৃষকদলের সহ-সভাপতি এ কে এম শাহজাহান, সহ-সভাপতি একরাম হুুসেন মারুফ,বদরুল আলম,আব্দুল্লাহ আল-মামুন খাঁন, জাহাঙ্গীর আহমদ চৌধুরী, ফখর উদ্দিন, আনোয়ার হুুসেন, সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াছ, সুলতান আহমদ চৌধুরী, মোঃ ছাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নোমানুর রশীদ,সাকিল আহমদ,তাহের আলী সুমন,সাজন চৌধুরী, সৈয়দ মোস্তাক আহমদ, খন্দকার আব্দুল মোমিন, আনহার আলী তালুকদার, ময়নুল হক স্বাধীন, উসমান গণি কাছন,আপ্তাব আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান আহমদ, দফতর সম্পাদক শেখ মোঃ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুর্শেদ মিয়া,গ্রাম সরকার বিষয়ক সম্পাদক কাজী রাজু আহমদ, সদস্য সুমন মিয়া প্রমুখ।