ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানী উপজেলার আলমপুর এলাকায় উল্লাস করে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার আলমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এই মেছোবাঘটিকে পিটিয়ে হত্যার একটি ভিডিও স্থানীয় একজন সামাজিক যোগযোগমাধ্যমে প্রকাশ করে। এর কিচ্ছুক্ষণ পর পরিবেশ কর্মী আব্দুল করিম কিম ভিডিওটি শেয়ার দিয়ে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।
ভিডিওতে দেখা যায়, আলমপুর এলাকায় একটি ড্রেনের মধ্যে পরে যায় একটি মেছোবাঘকে। তখন ওই বাঘটিকে ঘিরে ধরে স্থানীয় মানুষজন। সবাই হাতে লোহার রড, লাঠি নিয়ে ড্রেনের ভিতরই বাঘটিকে মারতে শুরু করেন। একপর্যায়ে বাঘটিকে দড়ি দিয়ে বেঁধে ড্রেন থেকে তুলে মানুষজন। তখনও মেচোবাঘটির দেহে প্রাণ ছিল। এরপর বাঘটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে পাশের একটি খালি জায়গায় ফেলে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মানুষ মিলে এই মেছোবাঘটিকে মেরে ফেলে।
এই মেছোবাঘটিকে হত্যার দৃশ্য স্থানীয় অনেকেই ফেসবুকে লাইভ করেন। অনেকে আবার ভিডিও করে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু পুলিশি ঝামেলা হতে পেরে জেনে প্রায় সবাই এই ভিডিওগুলো ফেসবুক থেকে ডিলিট। তবে এই মেছোবাঘটিকে হত্যার একটি ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া খবরের কাগজকে বলেন, খবর পেয়ে আমি ওই এলাকায় পুলিশ সদস্যদের পাঠাই। কিন্তু পুলিশ যাবার আগেই মেছোবাঘটিকে মেরে ফেলে মানুষজন।
এ ব্যাপারে সিলেট বন বিভাগের দায়িত্বরত কারো বক্তব্য পাওয়া যায়নি।