সংবাদ শিরোনাম
মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «   সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়ে সিলেট বিএনপি  » «   হাবিবুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছন সিলেট মহানগর কৃষক দল  » «   সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শেখ লুৎফুর  » «   মাদ্রাসার শিশুদের শহীদ জিয়া ও খালেদাজিয়ার জীবনের গল্প শুনালেন খন্দকার মুক্তাদির  » «   ২৬শে মার্চ উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত  » «   ফ্যাসিস্ট হাসিনার বিচার বিচার দেশের মাটিতেই হবে : এমরান চৌধুরী  » «   ওসমানীনগরে ছাত্র দল নেতা নুনু স্মৃতি পরিষদের উদ্যোগে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত  » «  

মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়: ভিপি মাহবুব

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেছেন, এরা কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো। মানুষ এগুলো ভালোভাবে নেয় না। ২৪ এর আন্দোলনে বাচ্চারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। এ সরকারকে পরিচালনাকারী কিছু ছাত্রনেতা মানুষের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এ চেতনা একদিনে তৈরি হয় না। নষ্ট কিন্তু খুব সহজেই হয়। মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়।

তিনি আরোও বলেন, আমরা অনেক সহযোদ্ধাদের সঙ্গে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সঙ্গে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করেন না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।

রবিবার (১৩ এপ্রিল) নগরীর উপশহরস্থ একটি হোটেলের হল রুমে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিত সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাছুমের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলেমান খাঁ এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আফছর খান।

বিশেষ হিসেবে বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল রউফ, মহানগর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সদস্য মিসবাহ আহমদ জেহিন, দেওয়ান রেজা মজিদ, তছির আলী, ফাহিম আহমদ চৌধুরী, হোসেন খান ইমাদ, সামাদ হোসেন, আব্দুস সালাম, মোঃ. ইকবাল হোসেন, শামিম আহমদ চৌধুরী, সাফওয়ান আলম, মো. সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাছুম আহমদ চৌধুরী, সেকুল ইসলাম চৌধুরী, রাকিব হোসেন চৌধুরী, রুপা মিয়া, ফজলু মিয়া, মোঃ হেলাল আহমদ, হাসিব আহমদ, আনোরুজ্জামান চৌধুরী সাজু, আবু নাসির জায়গিরদার, বদরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম লিটন, মোঃ রাসেল খান, আব্দুস সোবহান, গোলাম কিবরিয়া রাজু, সুমন উদ্দিন চৌধুরী, তারেক আহমদ, আখলাকুর রহমান মনি, সুমন মিয়া, দেলোয়ার হোসেন, কায়েছ আহমদ, এম এ খায়ের চৌধুরী, দিদার আহমদ চৌধুরী, হুমায়ুন আহমদ, শিকান্দার আহমদ শিপলু, রুমান আহমদ, সুজন আহমদ, ইনজাম আহমদ, আফছর আহমদ, মোঃ মিজান, কুদ্দুস মিয়া প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.