অনতিবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান-খন্দকার মুক্তাদির

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৫:০৭ অপরাহ্ণসিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চানপুর গ্রামে নদী ভাঙ্গন পরিদর্শনে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সংশ্লিষ্ট্রদের প্রতি অনিতিবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, সুরমার নদীর তীব্র ভাঙনের কারণে লামাকাজী ব্রিজের থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড পর্যন্ত সুরমা নদী যে দিক দিয়ে গিয়েছে কয়েকটি স্থান ছাড়া বাকি সকল স্থান ভাঙনের শিকার।
ইতোমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতঘরসহ বিভিন্ন স্থাপনা। বর্তমানে হুমকির মুখে গ্রামের ঘরবাড়ি। নদী ভাঙনের কারণে বসতভিটা নিয়ে গ্রামবাসী আতঙ্কে দিনযাপন করছেন। এভাবে ভাঙতে থাকলে গ্রামটি প্রায় বিলীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব গ্রামবাসীকে ভাঙন থেকে রক্ষায় কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় খন্দকার মুক্তাদির বলেন, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করবো।