মা দিবসে শাকিব খানের মায়ের ছবি দিয়ে আবেগপ্রবণ বুবলী
 
 সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ বিশ্ব মা দিবসে দুইজন বিশেষ নারীর প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। নিজের জন্মদাত্রী মায়ের পাশাপাশি সাবেক শ্বাশুড়িকেও সম্মান জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি।
বিশ্ব মা দিবসে দুইজন বিশেষ নারীর প্রতি কৃতজ্ঞতা আর ভালোবাসা জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। নিজের জন্মদাত্রী মায়ের পাশাপাশি সাবেক শ্বাশুড়িকেও সম্মান জানিয়ে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা প্রকাশ করেছেন তিনি।
বিশেষ এই দিনে বুবলী তার ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন। একটি তার নিজের মায়ের, অন্যটি শাকিব খানের মায়ের। সঙ্গে লেখেন, “দুজন সুন্দর, পরিশ্রমী এবং স্নেহময়ী মা! আল্লাহ যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন। পৃথিবীর সব মায়েদের প্রতি রইল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা।”





