যুদ্ধবিরতির বার্তা দিয়ে বিপাকে সালমান, হুড়মুড়িয়ে যা করে বসলেন!
 
 সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৬:০০ অপরাহ্ণ ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে উভয় দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে বিশ্বজুড়ে। দুই দেশের মধ্যকার টানা উত্তেজনার মাঝে শান্তির এই ঘোষণা ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই, বাদ যাননি বলিউড তারকারাও।
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে উভয় দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে বিশ্বজুড়ে। দুই দেশের মধ্যকার টানা উত্তেজনার মাঝে শান্তির এই ঘোষণা ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই, বাদ যাননি বলিউড তারকারাও।
তবে যুদ্ধবিরতি নিয়ে এক টুইট করে পরে সেটি মুছে ফেলে তোপের মুখে পড়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সালমান শনিবার (১০ মে) রাতে নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলের এক পোস্টে যুদ্ধবিরতির জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। তিনি সালমান খান লেখেন, “Thank God for the ceasefire…”। কিন্তু পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই একাংশ নেটিজেন তার নীরবতা নিয়ে সমালোচনায় মুখর হন। প্রশ্ন উঠে—পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে কেন কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান?
এই টুইট মুছে দেয়ার পেছনে সমর্থন করে কেউ কেউ বলেছেন—সালমানের পোস্টের কিছু সময় পরই পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে, সে কারণেই হয়তো তিনি পোস্টটি মুছে ফেলেছেন। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সালমান খান এখনো মুখ খোলেননি।
যুদ্ধবিরতির খবরে বলিউডের আরও অনেক তারকা প্রতিক্রিয়া জানিয়েছেন। কারিনা কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, “রব রাখা” ও “জয় হিন্দ।” করণ জোহর এবং রাভিনা ট্যান্ডনও শান্তির পক্ষে বার্তা দিয়েছেন।





