শ্রেণী পরিবর্তন সহ রাস্তা সংস্কারের দাবিতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের স্মারকলিপি প্রদান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৫, ১২:০৭ অপরাহ্ণগাজী বুরহান উদ্দিন-কানাইঘাট রাস্তা দ্রুত সংস্কারসহ আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণের দাবীতে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (১২ মে) সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, সিনিয়র সহ সভাপতি এডভোকেট হাছান আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সহ সংস্কৃতি সম্পাদক আনোয়ারুল হক তুতা, সদস্য নাজমুল ইসলাম প্রমুখ।