রাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে রকীব শাহ রিসার্চ সেন্টারের বই প্রদান

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ২:১৪ অপরাহ্ণরাজশাহী বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে সুফী সাধক রকীব শাহ ও সুফীবাদের উপর রচিত ৩০টিসহ মোট ৬০টি বই প্রদান করা হয়েছে। বুধবার (২১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে বেলা ২টায় এসব বই রকীব শাহ রিসার্চ সেন্টার, সিলেট ও রকীব শাহ পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ড. কাজী কামাল আহমদের তত্ত্বাবধানে প্রেরণ করা হয়।
বই হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদের উপস্থিতিতে বইগুলো লাইব্রেরিতে সংরক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ।
এসময় তারা বলেন, ‘প্রদত্ত বইগুলো সুফী দর্শন, রকীব শাহের জীবনী, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত ৩০টি ক্যাটাগরিতে বিভক্ত। এগুলো গবেষক, শিক্ষার্থী ও পাঠকদের জন্য সুফীবাদের গভীর দার্শনিক ও ঐতিহাসিক বিষয়বস্তু অনুসন্ধানে সহায়ক হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার অফিসের মাধ্যমে প্রেরিত বইগুলোর জন্য রকীব শাহ রিসার্চ সেন্টার ও রকীব শাহ পরিষদকে গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, ‘এই গ্রন্থসমূহ আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জ্ঞানার্জন ও গবেষণাকে নতুন মাত্রা দেবে। রকীব শাহের আদর্শ ও সুফীবাদের প্রতি আগ্রহ তৈরি করতে এই উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক প্রফেসর ড. হাবিবুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, এই সহযোগিতার ধারা অব্যাহত থাকলে দেশজুড়ে জ্ঞানবিস্তার ও মানবিক মূল্যবোধের বিকাশ ত্বরান্বিত হবে।
ক্যাপশন: বই গ্রহণকালে উপস্থিত রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, প্রফেসর ড. মো. আখতারুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম ও রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ।