বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেটের যৌথ সভা ১৩ জুন (শুক্রবার)

সিলেট পোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণযুগনায়ক স্বামী বিবেকানন্দের অমীয় ভাবধারাকে সর্বত্র ছড়িয়ে দিতে এবং সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগ ও সিলেট জেলা শাখার কার্যকরি পরিষদের এক যৌথ সভা ১৩ জুন (শুক্রবার) সকাল ১০টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রমে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
সভায় উভয় শাখার সম্মানিত উপদেষ্টা, কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ ও বিবেকানন্দ অনুরাগী ভক্তসজ্জনদের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখা সভাপতি বেনু ভূষণ দাশ, সাধারণ সম্পাদক সহ: অধ্যাপক কানন কান্তি দাশ, সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট ফণী ভূষণ সরকার, সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার।