আজ যুব জমিয়তের সিলেট বিভাগীয় যুব সম্মেলন

সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ১:৪০ পূর্বাহ্ণ
বৃহস্পতিবার (২৬শে জুন) বেলা ২টায় সিলেট শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে বিভাগীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।
যুব সম্মেলনে যুব জমিয়ত সিলেট বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী,প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুব জমিয়ত এর সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল।
সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের সহযোগিতা কামনা করেছেন যুব জমিয়ত সিলেট বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।